নেত্রকোণার খালিয়াজুরীতে ঘরের পাশে থাকা পানিভর্তি গর্তে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর পৌনে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
শিশুটি উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামের পালোয়ান মিয়ার দেড়বছর বয়সী ছেলে ওবায়দুল্লাহ ।
খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, বাড়ির পাশে মাটির গর্তে বৃষ্টির পানি জমে ছিল। বেলা সাড়ে ১১ টার দিকে শিশুটি সেখানে একা খেলা করছিল।
এক সময় সবার অগোচরে শিশুটি ওই গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে গর্ত থেকে তাকে উদ্ধার করা হয়।
শিশুটিকে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।